নিয়মিত অনুদান
কপোতাক্ষ ফাউন্ডেশনের নিয়মিত অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি ফাউন্ডেশনের সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন। কারণ এই তহবিল থেকে—
মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত ২৬১)
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)
নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।
💸 ফাউন্ডেশনের সেবামূলক সকল খাত
💸 সকল নতুন কার্যক্রমের ব্যয় নির্বাহ
💸 দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালনা
💸 ফাউন্ডেশনের প্রাত্যহিক পরিচালনা ব্যয়